Home » মঞ্চ » নাট্যশালায় কারবালার বিলাপ ‘হায় হোসেন হায় হোসেন‘ 

নাট্যশালায় কারবালার বিলাপ ‘হায় হোসেন হায় হোসেন‘ 

ঢাকা:-

-: পাভেল রহমান :- 
শনিবার জাতীয় নাট্যশালার স্টডিও থিয়েটার হলের চিত্রটা ছিলো ভিন্ন। মিলনায়তনের বাইরে ছোট্ট চিলেকোঠায় তখন মানুষের উপচে পড়া ভীড়। সবাই এসেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল) এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এর প্রযোজনায় নাটক ‘বিষাদ সিন্ধু’ দেখতে। মীর মোশাররফ হোসেন এর রচনা থেকে নেয়া এই নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক সৈয়দ মামুন রেজা ।
সন্ধ্যা সাড়ে সাতটার কিছুটা সময় পরে যখন নাটক শুরু হলো মিলনায়তন তখন কানায় কানায় পূর্ণ। কেউ কেউ চেয়ার খালি না পেয়ে বসে পড়েছেন ফ্লোরে। শুরু হলো বাংলা সাহিত্যের অনন্য নিদর্শন ‘বিষাদ সিন্ধু’র মঞ্চ অভিযাত্রা। সুর আর সংলাপে মঞ্চে তখন কারবালার বিলাপ ‘হায় হোসেন হায় হোসেন’। প্রায় দেড় ঘন্টার এই নাট্য যাত্রায় সুরের মূর্ছণায় মন ভোলাতে পারলেও অভিনয়ে পুরোপুরি মুগ্ধ করতে পারেন নি এ নাটকের কুশিলবরা। তবে নির্মাণের ভিন্নতা অনেকেরই মন কেড়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন- ইমরান হাসান শিমূল, ফারজানা তাসমিম দিয়া, জেবিন সুলতানা, মোসলেমাতুল জান্নাত, আতিকুর রহমান সুজন, উত্তম চন্দ্র শীল, ওয়াহিদা সুলতানা, বিপাশা শাহা, আল্ আমিন, বর্জ্জক-মুজাহিদুল ইসলাম, হুমায়ুন কবির, রইস উদ্দীন আহাম্মদ, আশিক মাসুদ, মনিরুজামান মনির, মাগফুজুর রহমান সেনা, নূসরাত জাহান, সাদ্দাম হোসেন, অমল কৃষ্ণশীল শর্মা, আরেফিন ইমরান, শৈবাল দাস বাপ্পি, শৈল্পিক উদ্ভাবন আলোক-মহিতোষ কান্তি রায়, মুক্তারুন্নাহার, নাসরীন হক, রাজিয়া সুলতানা লাইজু, আনোয়ারুল ইসলাম, ফরহাদ হোসাইন, আরিফুল হক শাওলিন, আফসানা আক্তার নওরিন, চৈত্রী তৃতীয়া ঘাগ্রা, তপির্তা দত্ত। প্রচারণা ও প্রকাশনায় রয়েছেন মোঃ তারেকুল ইসলাম।

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *