মিডিয়া খবর:- :- ইমরান আলী -:
বর্তমানে টেলিভিশন মিডিয়ার সব চেয়ে আলোচিত বিষয় :- ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও নিরাপত্তা ছাড় পত্র।
লাইসেন্স দেওয়ার এক বছরের বেশি সময় পর তরঙ্গ (ফ্রিকোয়েন্সি) বরাদ্দ ও নিরাপত্তা ছাড় পেয়েছে ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। উক্ত চ্যানেল গুলো কি কি এটা নতুন করে বলার কিছু নাই সবার জানা। কিন্তু ১০টি নতুন চ্যানেল গুলোকে বলার অনেক কিছু আছে। এর আগেও এক সাথে বেশ কিছু নতুন চ্যানেল এসেছে সে সব বেশীর ভাগ চ্যানেল এর পথ পরিক্রমা সবার জানা। মিডিয়া কর্মী হিসেবে আমার সামান্য অভিজ্ঞতার আলোকে নতুন চ্যানেল গুলোর কাছে কিছু প্রত্যাশা তুলে ধরতে চাই:-
১) নতুন চ্যানেল গুলোতে যোগ্য অনুষ্ঠান প্রধান ও নিউজ প্রধান নিয়োগ প্রয়োজন।
২) অন্তত্য ২বছর খরচ চালানোর সামর্থ নিয়ে অন এয়ারে আসা প্রয়োজন।
৩) ডাবল বা অতিরিক্ত বেতনে কর্মী হায়ার করে চ্যানেল দাড়িয়ে যাবার পর কর্মীদের ডেকে
না বলা এখন থেকে আপনার বেতন এতো !!!! থাকলে থাকেন না হলে ….!!!!!
৪) টেলিভিশন মিডিয়ার কর্মীরা অনেক কষ্ট্য ও পরিশ্রম করে থাকে প্রতিটাদিন তার জন্য
প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা প্রয়োজন।
৫) নিজেদের অনুষ্ঠান ও নিউজ এ বৈচিত্র আনা প্রয়োজন যেন যে কেউ লোগো ছাড়া সব সময়
চ্যানেলটির নাম ও বৈশিষ্ট্য বলতে পারে।
৬) বিজ্ঞাপন এর বিড়ম্বনা থেকে দর্শকদের মূক্ত ভাবে অনুষ্ঠান উপভোগ এর সুযোগ সৃষ্টি করা।
আমরা আশা করতেই পারি উক্ত প্রত্যাশা পূরণে নতুন ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অন এয়ারে আসবে।