মিডিয়া খবর :-
বিদেশে থেকে আইনজীবীর মাধ্যমে অপুর বাসায় তালাকনামা পাঠালেন শাকিব । এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
নোটিশে শাকিব দু’টি কারণ দেখিয়েছেন। শাকিবের অভিযোগ, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না।
আইনজীবী জানিয়েছেন, বিয়ের দেনমোহর বাবদ ৭ লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণ করবেন।
এই জুটির ভক্তরা বলছেন, দীর্ঘ ১০ বছরের সম্পর্ক শাকিব শেষ করে দিচ্ছেন ৭ লাখ টাকার দেনমোহর শোধ দিয়ে। শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। এ বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু।