মিডিয়া খবর:-
রোববার ২৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপিতে এ কথা জানানো হয় যে, জঙ্গিবাদ লালনকারী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন জামায়াত-শিবির পরিচালিত পত্রিকা দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশনের ইউনিটকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন অফিসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে বলা হয় যে, জামায়াত শিবির বর্তমানে জঙ্গিবাদ লালনকারী সংগঠন হিসেবে কাজ করছে। ইতোমধ্যে এরা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত।
এ ছাড়া দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশন মহান স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত। এসব মিডিয়ায় চাকুরিরতরাও শিবিরের ক্যাডার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।