Home » মঞ্চ » গণ্ডার নিয়ে প্রাচ্যনাট

গণ্ডার নিয়ে প্রাচ্যনাট

মিডিয়া খবর:-

দীর্ঘ বিরতির পর জাতীয় নাট্যশালায় আবার মঞ্চস্থ হতে যাচ্ছে দেশের প্রথম সারির নাটকের দল ‘প্রাচ্যনাট’-এর দর্শকনন্দিত নাটক গণ্ডার। আগামী ৩০ মে শনিবার জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।

ফরাসি নাট্যকার ইউজিন ইওনেস্ক রচিত ‘রাইনসরাস’-এর মূল গল্প থেকে নাটকটি অনুবাদ করেছেন জহিরুল হক এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

প্রাচ্যনাট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর এই নাটকে আবার নতুন করে দেখা যাবে আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখকে। এ ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন মনিরুল ইসলাম, ঋতু সাত্তার, সাইফুল ইসলাম জার্নাল, কাজী রাজেশ, বিলকিস জাহান জবা, মো. রফিক, ফরহাদ হামিদ, আল আমিন খন্দকার, প্রজ্ঞাসহ আরো অনেকে।

নাটকটির মঞ্চ এবং আলোক পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনা করেছেন তৌফিকুল ইসলাম ইমন এবং সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।

 

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *