মিডিয়া খবর:- -:শায়লা হাফিজ:-
ভুলে যাবার মত আমার একটা গোপন করা অসুখ আছে
কুয়াশার মতো আড়াল থাকে শিশিরে ।
খেলনা বাটি খেলার মত খুব প্রিয় একটা সুখ
ঢেকে রাখি পলক মখমলে,
বিশাল সিন্দুকে জমানো কয়েকটা গোপন দুঃখ
কেউ জানবে না কোনদিন
রাতের অন্ধকারে একটা গোপন অভ্যেস রেণুমায়া
বলি না নিজেকেও।
একটা গোপন বিলাস, দিনের আলোয় পালিয়ে বেড়ায়
শালিক ক্ষিপ্রতায়,
একটা ইষ্টি কুটুম শখ ,
খুব বেয়াড়া চৌদিক চড়ুই।
বুকের ভেতর এক অচেনা শিল্পী, মকবুল ফিদা যার সামনে কিছুই না
সময়ের বুকে লেখা আছে একটা নিষিদ্ধ আনন্দ ….নিশ্চিন্তে লুটিয়ে পড়ি, ডাকলেই
আর, আর আছে
একটা সৃষ্টিছাড়া ইচ্ছে
যা লুকোনো যায়নি, কেবল তার কাছে।