মিডিয়া খবর:- -: কাজী রাজু :-
ইচ্ছে ছিল বক হয়ে ধানের ক্ষেতে হাঁটতে
ফাগুন মাসে পলাশ হয়ে ইচ্ছে ছিল ফুটতে
ইচ্ছে ছিল কৃষক হয়ে কাস্তে হাতে ধরব
শিল্পী হয়ে বিপ্লবের গান ইচ্ছে ছিল করব।
ইচ্ছে ছিল সৎভাবে অসৎ যুগে থাকতে
যুগের হাওয়ায় একটা লাথি ইচ্ছে হল মারতে
যাচ্ছে মরে ইচ্ছে গাছ জানছে নাতো কেউ
জল ঢেলে দিক জল ঢেলে দিক জলদি করে কেউ
ইচ্ছে গাঙে ঢেউ খেলে যাক ঢেউ খেলে যাক
সব কিছুকেই যাক ভেঙে যাক।