Home » চলচ্চিত্র » আবার শুটিংয়ে অপু বিশ্বাস

আবার শুটিংয়ে অপু বিশ্বাস

মিডিয়া খবর :-

 অবশেষে সংসার জীবনের জটিলতা কাটিয়ে বিরতির পর শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামী ২২ মে থেকে এফডিসি ও এর আশপাশে টানা তিন দিন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করবেন তিনি। 

দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা। মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর। ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এই লটে আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকি অংশের শুটিং করব। এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসছি।

২০১৬ সালের ৩ মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। এর পর হঠাৎ করেই আড়ালে চলে যান অপু। মিডিয়ার সামনে ছেলে জয়কে নিয়ে ফিরেন ২০১৭ সালের ১০ এপ্রিল। এরই মধ্য শাকিব খানের সঙ্গে তার ডিভোর্সও হয়ে গেছে। এই দুই বছরে অপুর জীবনে ঘটে গেছে অনেকগুলো ঘটনা। নিজেকে সামলে নিয়ে সিনেমার জন্য প্রস্তুত করে আবারও ফিরছেন সিনেমায়।

উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

 

Check Also

ডিএ তায়েব, mahi

আইটেম গানে মাহি ও ডিএ তায়েব

মিডিয়া খবর:-  এফডিসিতে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘অন্ধকার জগৎ’-এর আইটেম গানের শুটিং চলছে।  নাচছেন …

শাকিব খানের ভাইজান এলো রে ১০৯ হলে

মিডিয়া খবর :- বাংলাদেশে মুক্তি পেল চিত্রনায়ক শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবিটি। আমদানি চুক্তিতে বাংলাদেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *