মিডিয়া খবর:-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় অঞ্জন আইচ নির্মাণ করছেন বিশেষ নাটক ‘তোমার কথা বলবো কাকে’। এতে অভিনয় করছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অসীম ও রিয়া চরিত্রে রূপদান করেছেন।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে। পরিচালক অঞ্জন আইচ জানান, ‘তোমার কথা বলবো কাকে’ একটি রোমান্টিক ও যথেষ্ট আবেগঘন নাটক।
আসছে দুর্গা পূজায় দশমীতে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।