Home » মঞ্চ » আজ ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে ‘রূপবতী’ নাটকের

আজ ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে ‘রূপবতী’ নাটকের

মিডিয়া খবর:-

৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে সুবচন নাট্য সংসদ প্রযোজিত ‘রূপবতী’ নাটকের।ম্যাজিক রিয়েলিজম কাহিনী নিয়ে নাসরীন জাহানের লেখা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন প্রয়াত নির্দেশক ও অভিনেতা খালেদ খান।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যাশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির সুবর্ণজয়ন্তী প্রদর্শনী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন সুবচন। 
নাটকটির সুবর্ণজয়ন্তী প্রদর্শনীর উদ্বোধন করবেন রামেন্দু মজুমদার। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রয়াত খালেদ খানের সহোদর শাহীন খান। ইউল্যাবের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।
‘রূপবতী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মেহেদী হাসান সোহাগ, আনসার আলী, সাইফুল ইমাম দিপু, আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা, রূপা নাসরীন, নাহিদা আক্তার, মুন্নী প্রমুখ।

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *