মিডিয়া খবর:- এফডিসিতে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘অন্ধকার জগৎ’-এর আইটেম গানের শুটিং চলছে। নাচছেন নায়িকা মাহিয়া মাহি ও ডিএ তায়েব । ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা ডিএ তায়েব। মাহি ছাড়াও ছবিতে অভিনয় করছেন আরেক নায়িকা মৌমীতা মৌ।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘গতকাল থেকে আমরা এফডিসিতে এই ছবির গানের শুটিং শুরু করেছি। আইটেম গানের শুটিং দিয়ে আমরা গানের কাজ শুরু করেছি। আইটেম গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়িকা মাহি। এর আগে আমরা ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। সম্প্রতি এফডিসিতে শেষ করেছি ছবির শেষ মারামারি। এখন শুধু বাকি থাকবে ছবির চারটি রোমান্টিক গানের শুটিং।
মাহি কেনো আইটেম গানে নাচ করছেন—জানতে চাইলে খোকন বলেন, ‘মূলত গল্পের প্রয়োজনেই এই আইটেম গানে অংশ নিচ্ছেন তিনি। বিষয়টি ছবি দেখার সময় দর্শক বুঝতে পারবেন। আমি এর চেয়ে বেশি এখনই বলতে চাই না। মাহিকে আইটেম গানের পাশাপাশি আরো বেশ কয়েকটা লুকে দেখতে পারবেন দর্শক।’
খোকন আরো বলেন, ‘আমাদের ইচ্ছে রয়েছে টানা শুটিং করে গানের কাজ শেষ করতে। আশা করি, চলতি মাসেই তা শেষ হবে। তবে ঈদের জন্য ছোট একটা বিরতি নিতে হতে পারে। তারপরও আমরা চলতি মাসে শেষ করব এবং সেন্সরের জন্য প্রস্তুত হবো।’
শুটিংয়ের ফাঁকে ফাঁকে ছবি সম্পাদনার কাজও চলছে বলে জানান পরিচালক। বলেন, ‘এরই মধ্যে ছবির ডাবিং শেষ হয়েছে। একদিকে শুটিং হচ্ছে, অন্যদিকে হচ্ছে এডিটিং। আমরা দ্রুততার সঙ্গে কাজটি শেষ করছি। শিল্পীরা অনেক ভালো কাজ করছেন।’
এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন তায়েব-মাহি জুটি। এর আগে ‘সোনা বন্ধু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ডি এ তায়েবের। ওই ছবিতে তায়েবের নায়িকা ছিলেন পরী মণি ও পপি।