Home » নিউজ » অটিজম বিষয়ক সাংবাদিকতায় আসাদ রিয়েল ও ফেরদৌস আরেফিন পুরস্কৃত

অটিজম বিষয়ক সাংবাদিকতায় আসাদ রিয়েল ও ফেরদৌস আরেফিন পুরস্কৃত

মিডিয়া খবর :- অটিজমে আক্তান্ত শিশুদের চিকিৎসায় স্পিচ থেরাপি নিয়ে করা বিশেষ প্রতিবেদনের জন্য সোসাইটি অফ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টসের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন বাংলা টিভির সিনিয়র রিপোর্টার আসাদ রিয়েল ও জিটিভির স্টাফ রিপোর্টার ফেরদৌস আরেফিন।

শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে গিয়াসউদ্দিন মিল্কী অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন পুরস্কার তুলে দেন। এসময় বাংলাদেশ সাইকোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস এর প্রেসিডেন্ট ফিদা আল-শামস, সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল মতিন জ্যোতিসহ অটিজম বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

Check Also

রূপসজ্জাকরদের গুরু বঙ্গজিৎ দত্ত

মিডিয়া খবর:-  বিশিষ্ট রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্ত আলোকিত করে গেছেন বাংলার নাট্যাঙ্গন। বঙ্গজিৎ দত্তকে বলা …

folk feast

নভেম্বরে হচ্ছে ফোকফেস্ট

মিডিয়া খবর :-   ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮। তিনদিনব্যাপী এই উৎসবে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *